কথা ছিল এখানে নয়
এই জন্মে
সময় তো নেই ,
অন্য কোথাও অন্য জন্মে
ভালবাসবে ,
উজাড় করে
যতটুকু দেবার পরেও আরো থাকে
ততটুকু আমায় দেবে l
কত সহজ !
ভুলে যাওয়া ;
চলে যাওয়া ;
ছুড়ে ফেলা !
দুরে ঠেলা ;
প্রিয় মানুষ !
কতটুকু আমায় বল দুঃখ দেবে ?
আমি তোমার সেই বন্ধু ;
যত তুমি শীতল আমি
চৈত্র মাসের আগুন হাওয়া l
যত তুমি উত্তপ্ত ;
আমি তোমার বরফ গলা জলের ভেতর
ডুব সাতারে মুক্তো পাওয়া ,
সেই ডুবুরি l
কোন ডুবুরি ?
তোমার গভীর খুঁজতে গিয়ে
হারিয়ে গেছি
ঘূর্ণি ঢেউয়ে পথ বেভুলে ,
বিনোদিনী l
নাহয় নাহোক এই জগতে
তোমায় আমি ঠিক ই খুঁজে নেব জেন
অন্য জন্মে l
জেগে ওঠার সেই সে দিনে
বিচার কর্তা জানতে চাইলে
বলব তুমি শুধুই আমার
আমি কেবল তোমায় চিনি l